E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাঁধ দিয়ে নদীর স্বাভাবিক গতি প্রবাহ বন্ধ করা অনুচিত’

২০১৫ অক্টোবর ০৮ ১৭:৫৯:৪৬
‘বাঁধ দিয়ে নদীর স্বাভাবিক গতি প্রবাহ বন্ধ করা অনুচিত’

পাবনা প্রতিনিধি : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সকল প্রতিবন্ধকতা সরিয়ে বড়াল নদীর স্রোত আবার ফিরিয়ে আনা হবে। নদীর প্রবাহমানতা ফিরিয়ে আনতে হাইকোর্টের যে নির্দেশনা আছে সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) নজরুল ইসলাম পাবনার চাচমোহরে বড়াল নদী পরিদর্শন করে এ আশ্বাস দেন।

বাঁধ দিয়ে নদীর স্বাভাবিক গতি প্রবাহ বন্ধ করা অনুচিত উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে নদীতে যেখানে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে সেখানে ব্রিজ নির্মাণ করে বড়াল নদীকে সচল করা হবে।

নৌ পরিবহন মন্ত্রী আরো বলেন, দেশের নদীগুলো গতি প্রকৃতি হারানোর ফলে বাংলাদেশ আজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নদীগুলোর প্রাণ ফেরাতে আন্তরিক। তারই নির্দেশ ও সহযোগিতায় গত বছর নৌপরিবহন মন্ত্রণালয় ১৪টি ড্রেজার নির্মাণ করেছে, ২৬টি বেসরকারি মালিকানায় এনেছে। আর পানি সম্পদ মন্ত্রণালয় সংগ্রহ করেছে ১০টি ড্রেজার। এগুলো দিয়ে আমরা ক্যাপিটাল ড্রেজিং ও মেইনটেন্স ড্রেজিং করে নদীর গতি প্রবাহ ফেরাতে চেষ্টা করছি।

পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল নদ-নদীকে পুনরুদ্ধার করতে দৃঢ় প্রতিজ্ঞ। এটাকে তিনি স্বপ্ন হিসেবে দেখছেন। যেখানে প্রধানমন্ত্রী নিজেই চাচ্ছেন দেশের নদীগুলো উদ্ধার হোক, সেখানে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে তার ভিশনকে বাস্তবায়ন করতে হবে। তাই বলতে পারি বড়াল নদীও উদ্ধার হবে।

এ সময় জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ইডি বেলাল খান, পাবনার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মুন্সী মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. ফারুক আহম্মেদ, সড়ক ও জনপদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উর্ধ্বতন কর্মকর্তা, চাটমোহর উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল করিম আরজ খান, পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, বড়াল রক্ষা আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট গৌরচন্দ্র সরকার, সদস্য সচিব এসএম মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

দুপুরে পাবনা সার্কিট হাউজে দু’ মন্ত্রী জেলা প্রশাসনের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

(ওএস/এএস/অক্টোবর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test