E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মুক্তমনা লেখক ও প্রকাশককে হত্যা করে কণ্ঠরোধ করার চেষ্টা চলছে’

২০১৫ নভেম্বর ০৩ ১৮:১৭:৪৮
‘মুক্তমনা লেখক ও প্রকাশককে হত্যা করে কণ্ঠরোধ করার চেষ্টা চলছে’

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, রাজনীতি আজ সুবিধাবাদীদের নিয়ন্ত্রণে। শিক্ষা, ব্যবসা ও চাকুরীতে পূর্নবাসিত হয়েছে স্বাধীনতা বিরোধী চক্র। উগ্র মৌলবাদী চক্রের কারনে ৫২ ও ৭১’র চেতনা নস্যাৎ হচ্ছে বারবার।

নারীর অগ্রগতি ঠেকাতে এই গোষ্ঠী এখনও তৎপর। মুক্তমনা লেখক ও প্রকাশককে হত্যা করে ওই গোষ্ঠী কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। আমাদের মানবাধিকার, গনতন্ত্র, বাকস্বাধীনতা ও নিরাপত্তা আমাদেরই রক্ষা করতে হবে। মঙ্গলবার বিকাল তিনটায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আজ একটি স্বরনীয় শোকের দিন। এদিন আমরা জাতীয় চার নেতাকে হারিয়েছি। আমরা এ হত্যাকান্ডের নিন্দা জানাই।

কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আঃ মোতালেব তালুকদার, এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, রাজনীতিবিদ নাসির তালুকদার প্রমুখ। সভায় আইন সালিশ কেন্দ্রের আইনজীবি সুপ্রিয় চক্রবর্তীসহ কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এমকেআর/এএস/নভেম্বর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test