E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সায়রা মহসীন

২০১৫ নভেম্বর ১৪ ১৬:০৩:৪৫
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সায়রা মহসীন

মৌলভীবাজার প্রতিনিধি : প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মৌলভীবাজর-৩ আসনের উপ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন পাঁচ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

শনিবার মৌলভীবাজার নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক বিষয়টি জানিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোননয়নপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট-বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন, জাতীয় পার্টি প্রার্থী (এরশাদ) সৈয়দ নুরুল হক, স্বতন্ত্র প্রাথী সোহেল আহমদ ও খোরশেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দা সায়রা মহসীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে মৌলভীবাজার নির্বাচন কমিশন।

ইস্তাফিজুল হক বাংলানিউজকে জানান, নির্বাচন বিধি অনুযায়ী ২২ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ওদিন বিজয়ী বলে ঘোষণা করা হবে।

৮ ডিসেম্বর সৈয়দ মহসীন আলীর শূন্য আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। তার মৃত্যুর পর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test