E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০১৫ নভেম্বর ১৮ ১৭:৩২:২২
চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

চট্টগ্রাম প্রতিনিধি : মুজাহিদ ও সালাহউদ্দিন কাদেরের রিভিউ আবেদন বাতিল এবং জামায়াত ইসলামীর ডাকা হরতালে নাশকতা মোকাবেলায় চট্টগ্রামে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন আছে। এর বাইরে আরও চার প্লাটুন বিজিবি বুধবার সন্ধ্যা ৬টা থেকে প্রস্তুত রাখা হচ্ছে।

সব মিলিয়ে নাশকতা মোকাবেলায় ১০ প্লাটুন বিজিবি সদস্য চট্টগ্রামে নাশকতা মোকাবেলায় কাজ করবে বলে এই সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

২৮ ব্যাটেলিয়ন বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল এমারত হোসেন বলেন, মঙ্গলবার থেকেই ৬ প্লাটুন বিজিবি সদস্য নগরী এবং জেলায় কাজ করছে। আরও চার প্লাটুন রিজার্ভ থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে নগরীতে দুই প্লাটুন এবং রাউজান ও সীতাকুণ্ডে ২ প্লাটুন করে মোট ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন আছে।

এছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকোবেলায় বুধবার সন্ধ্যা থেকে চার প্লাটুন বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হচ্ছে। নির্দেশ পাওয়া মাত্র তারা যে কোন স্থানে যাবার জন্য প্রস্তুত থাকবে বলে সূত্র জানিয়েছে।

তবে রিভিউ আদেশ বাতিলের পর এ পর্যন্ত নগরী এবং জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এমনকি সালাহউদ্দিন কাদের চৌধুরীর এলাকা রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে তার অনুসারীদের প্রতিক্রিয়ার পরিবর্তে সেখানে সাধারণ মানুষ আনন্দ উল্লাস করেছে বলে খবর পাওয়া গেছে।

(ওএস/এএস/নভেম্বর ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test