E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আকষ্মিক কুয়াকাটা সফরে এরশাদ

২০১৫ নভেম্বর ৩০ ১৬:৫১:৫৩
আকষ্মিক কুয়াকাটা সফরে এরশাদ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর বিশেষ দূত, জাতীয় পার্র্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ আকস্মিক সমুদ্র সৈকত কুয়াকাটা সফর করেছেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় তাঁকে বহন করা বেসরকারি কোম্পানীর একটি হেলিকপ্টার জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এর মালিকানাধীন কুয়াকাটা গ্রান্ড হোটেল এন্ড সী-রিসোর্টের হ্যালিপ্যাডে অবতরণ করেন এবং সী-রিসোর্ট ঘুরে দেখেন।

এ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন পটুয়াখালী সদর আসনের সংসদ সদস্য ও জাপা’র সাবেক মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার,সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী সাঈদ আহমেদসহ পটুয়াখালী ও কলাপাড়া প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ কুয়াকাটা গ্রান্ড হোটেল এন্ড সী-রিসোর্টে জাপা’র কলাপাড়া এবং কুয়াকাটার নেতৃবৃন্দের সঙ্গেও তিনি মতবিনিময় করেন। তবে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে তিনি রাজি হননি।

কলাপাড়ার জাতীয় পার্টির একটি সূত্র জানিয়েছে কলাপাড়া ও কুয়াকাটা পৌর নির্বাচন উপলক্ষ্যে জাপা’র একক প্রার্থী ঠিক করতে তিনি এ আকস্মিক সফর করেন। কারন এ সময় জাপা থেকে মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

দলীয় নেকাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি কুয়াকাটা সৈকতের ঝাউবাগান ও পশ্চিমের শুটকি এলাকা সংলগ্ন পর্যটন স্পট ঘুরে দেখেন। প্রায় পৌনে দু’ঘন্টা কুয়াকাটায় অবস্থান করার পর দুপুর সোয়া ১২ টায় তিনি ঢাকার উদ্দেশে রওয়না করে চলে যান।

জাতীয় পার্টির কলাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক গাজী নিজাম উদ্দিন বলেন, ‘জাপা চেয়ারম্যান মূলত বরিশালে এসেছিলেন। সেখান থেকে রুহুল আমীন হাওলাদারের হোটেল দেখতে কুয়াকাটায় এসেছেন। এক কথায় এটা তাঁর ব্যক্তিগত সফর ছিল। তবে প্রার্থী ঠিক করতে এসেছিলেন কিনা আমি জানি না।

(এমকেআর/এএস/নভেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test