E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই’

২০১৫ ডিসেম্বর ০৫ ১৭:০৩:২৪
‘দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই’

ভোলা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। তিনি বলেন, দেশকে অকার্যকর করতে একটি মহল ষড়যন্ত্র করছে। যারা জঙ্গিবাদের সৃষ্টি করছে তাদের দমনে পুলিশ বাহিনীই যথেষ্ট। অচিরেই ফেসবুক খুলে দেওয়া হবে।

শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী অভিযোগ করে বলেন, দেশে অরাজকতা সৃষ্টি করতে বিএনপি বিদেশি নাগরিকদের হত্যা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখানে কোনো সংঘাত কিংবা সংঘর্ষের আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, মানুষের নিরাপত্তায় নৌ ও পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। উপকূলীয় এলাকার ঝুঁকি কমিয়ে আনতে ও জলসীমার অপরাধ দমনে কোস্টগার্ডের জন্য আধুনিক জাহাজ আনা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- বন ও পরিবেশ উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, অতিরিক্ত আইজিপি মোকলেসুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির, ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, মনপুরা আ’লীগের সাধারণ সম্পাদক একেএম শাজাহান, সহ সভাপতি শাহরিয়া চৌধূরী দিপক প্রমুখ।

এর আগে মন্ত্রী মনপুরা উপজেলায় একটি ফায়ার সর্ভিসের কার্যক্রম উদ্বোধন করেন। পরে তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test