E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজয় দিবসে কোটিকণ্ঠে জাতীয় সংগীতের ডাক

২০১৫ ডিসেম্বর ১১ ১৩:৫৫:১৩
বিজয় দিবসে কোটিকণ্ঠে জাতীয় সংগীতের ডাক

স্টাফ রিপোর্টার : ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের স্মৃ‍তিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যান থেকে কোটি কণ্ঠে জাতীয় সংগীতের ডাক দেওয়া হবে।

১৬ ডিসেম্বর বুধবার বিকেল ৪টা ৩১ মিনিটে দেশে-বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের যে যেখানে থাকবেন তাদের সবাইকে জাতীয় সংগীতে কণ্ঠ মেলানোর আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন মহান বিজয় দিবস উযপাদন জাতীয় কমিটির উপদেষ্টা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত, বিশিষ্ট অভিনেতা হাসান ইমাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৬ ডিসেম্বর বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করা হবে। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, বিকেল ৪টা ৩১ মিনিটে কোটি কণ্ঠে জাতীয় সংগীতের ডাক। বিকেল ৪টা ৪০ মিনিটে আগামীর বাংলাদেশের শপথ পাঠ।

এরপর বিকেল ৪টা ৪৭ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গান। বিকেল ৫টা ২০ মিনিটে বিজয় আতশ শয্যা এবং বিকেল ৫টা ৪০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত বিজয় দিবসের কনসার্ট অনুষ্ঠিত হবে।

(ওএস/এএস/ডিসেম্বর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test