E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আচরণবিধি আমাদের সবাইকে অনুসরণ করতে হবে’

২০১৫ ডিসেম্বর ১১ ১৭:৩৬:৪৯
‘আচরণবিধি আমাদের সবাইকে অনুসরণ করতে হবে’

মাদারীপুর প্রতিনিধি : আচরণবিধি আমাদের সবাইকে অনুসরণ করতে হবে নইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন যারা নির্বাচনী আচরণবিধি ভঙ করেছেন ইতোমধ্যে তারা দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার বেলা ১২টার দিকে মাদারীপুর কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নৌমন্ত্রী।

এ সময় সহিংসতার আশঙ্কা করে নৌমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আগের নির্বাচনগুলোতেও যেমন সহিংসতা করেছে এবারো তারা করতে পারে।

মন্ত্রী বলেন, জনগণ যাকে পছন্দ করবেন তাকেই ভোট দিবেন। তবে আমি বিশ্বাস করি বিগত কিছু দিনের রাজনীতিতে যেভাবে মানুষ খুন করেছে, সম্পদ পুড়িয়েছে তাদের জনগণ সমর্থন করবেন আমি বিশ্বাস করি না। তাই আমরা আশা করি জনগণ শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিবেন।

তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্ব বাকবিশিসের মাদারীপুর শাখার সদস্য সচিব ড.বশীর আহম্মদ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. করুনাময় গোস্বামী, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।

(ওএস/এএস/ডিসেম্বর ১১, ২০১৫)

আচরণবিধি না মানলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়


মাদারীপুর প্রতিনিধি | আপডেট: ০৫:০০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫, শুক্রবার

আচরণবিধি না মানলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

যারা নির্বাচনী আচরণবিধি ভঙ করেছেন ইতোমধ্যে তারা দুঃখ প্রকাশ করেছেন। আর আচরণবিধি আমাদের সবাইকে অনুসরণ করতে হবে নইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার বেলা ১২টার দিকে মাদারীপুর কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নৌমন্ত্রী।

এ সময় সহিংসতার আশঙ্কা করে নৌমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আগের নির্বাচনগুলোতেও যেমন সহিংসতা করেছে এবারো তারা করতে পারে।

মন্ত্রী বলেন, জনগণ যাকে পছন্দ করবেন তাকেই ভোট দিবেন। তবে আমি বিশ্বাস করি বিগত কিছু দিনের রাজনীতিতে যেভাবে মানুষ খুন করেছে, সম্পদ পুড়িয়েছে তাদের জনগণ সমর্থন করবেন আমি বিশ্বাস করি না। তাই আমরা আশা করি জনগণ শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিবেন।

তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্ব বাকবিশিসের মাদারীপুর শাখার সদস্য সচিব ড.বশীর আহম্মদ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. করুনাময় গোস্বামী, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test