E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘চুড়ি আর ফ্রকের বাহানা থেকে ইসির বেরিয়ে আসা উচিত’

২০১৫ ডিসেম্বর ১১ ১৮:৩৪:৫৬
‘চুড়ি আর ফ্রকের বাহানা থেকে ইসির বেরিয়ে আসা উচিত’

স্টাফ রিপোর্টার : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, চুড়ি-ফ্রক থেকে ইসির বেরিয়ে আসা উচিত।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ‘বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাশেদা কে চৌধুরী বলেন, চুড়ি আর ফ্রকের বাহানা থেকে ইসির বেরিয়ে আসা উচিত। আমাদের মেয়েরা শুধু চুড়ি আর ফ্রকই পরে না, তারা পর্বতও আরোহন করে। রাষ্ট্রীয় সহায়তা পেলে মানুষ সামনে এগিয়ে যাবে। ক্রিকেট নিয়ে আমরা গর্ব করি। আশা করছি পর্বত আরোহেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আসবে।

সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, কেবল দেশের নীতিনির্ধারণী পর্যায়েই নয়, সবক্ষেত্রে নারীরা এগিয়ে যাবে। নতুন প্রজন্মের জন্য শারীরিক সাহস ও মনের সাহস একত্রিত করতে হবে। স্কুল কার্যক্রমের মধ্যে এসব বিষয় নিয়ে আসতে হবে।

আয়োজক ক্লাব’র মির্জা জাকারিয়া বেগ জানান, ৭ নভেম্বর নেপাল সময় বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশের তিন পর্বত আরোহী এম এ মুহিত, কাজী বাহলুল মজনু ও ইকরামুল হাসান শাকিল কোয়াজু-রি এর শীর্ষে আরোহন করেন। এম এ মুহিত কোয়াজি-রি এর শীর্ষে ষষ্ঠবারের মতো আরোহন করেন।

তিনি আরও জানান, ২৭ অক্টোবর পর্বত আরোহীদের দলটি নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল। এ দলে শায়লা পারভীন ও ফৌজিয়া আহমেদ নামে দু’জন নারী সদস্যও ছিলেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ফারুখ হাসান।

(ওএস/এএস/ডিসেম্বর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test