E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পর্যটন স্পটগুলো আধুনিক হলে জিডিপিতে অবদান বাড়বে’

২০১৫ ডিসেম্বর ১৭ ১৬:১০:৩৪
‘পর্যটন স্পটগুলো আধুনিক হলে জিডিপিতে অবদান বাড়বে’

চট্টগ্রাম প্রতিনিধি : বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, উন্নত বিশ্বের আদলে আমাদের দেশের পর্যটন স্পটগুলো আধুনিকায়ন ও বিনোদনের নতুন নতুন উপকরণ সংযোজন করা গেলে জিডিপিতে অবদান বাড়বে।

বৃহস্পতিবার হোটেল পেনিনসুলায় ভ্রমণ-বিষয়ক জার্নাল ‘মনিটর’ আয়োজিত ‘চিটাগাং ট্রাভেল মার্ট ২০১৫’ শীর্ষক সপ্তম আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কক্সবাজার, তিন পার্বত্য জেলা ও চট্টগ্রামে পর্যটন খাতের অফুরান সম্ভাবনা রয়েছে। এখানকার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব। এসব বিষয়ে সরকারি-বেসরকারি উদ্যোগ ও নীতিনির্ধারকদের সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সহসভাপতি ও চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। বক্তব্য দেন দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।

শনিবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলায় ট্রাভেল এজেন্ট, হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

(ওএস/এএস/ডিসেম্বর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test