E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পাকিস্তনের সাথে কুটনৈতিক সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে’

২০১৫ ডিসেম্বর ১৮ ১৮:০২:৩১
‘পাকিস্তনের সাথে কুটনৈতিক সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে’

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধিদের বিচার নিয়ে পাকিস্তানের নেতিবাচক মন্তব্যে তাদের সাথে আমাদের কুটনৈতিক সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কাজেই তাদের সাথে আর আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না। লোহাগড়া মুক্ত দিবস উদযাপন উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ভাত খাবা ভাতারের গীত গাবা নাঙের।

শুক্রবার বিকালে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা সংসদের আযোজনে লোহাগড়া উপজেলা কমান্ডার ফকির মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, সহ সাংগঠনিক সম্পাদক এস এম মুজিবুর রহমান,সদস্য মিয়া মুজিবুর রহমান, মুন্সী নজরুল ইসলাম,জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, নড়াইল জেলা ইউনিট কমান্ডার এস এম গোলাম কবীর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হান্নান রুনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু,উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ সেলিম রেজা প্রমুখ।

(আরএম/এইচআর/ডিসেম্বর ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test