E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জঙ্গীবাদী-মৌলবাদীদের মূল উৎপাটন করা হবে’

২০১৫ ডিসেম্বর ২১ ১৫:৫০:৫৭
‘জঙ্গীবাদী-মৌলবাদীদের মূল উৎপাটন করা হবে’

দিনাজপুর প্রতিনিধি : দেশ থেকে জঙ্গীবাদ ও মৌলবাদ চিরতরের মতো নির্মুল করে বিশ্বের কাছে অন্যান্য ক্ষেত্রের মতো মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এলিট ফোর্স র‌্যাব-এর মহাপরিচালক বেনজির আহমেদ।

তিনি সোমবার দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির এলাকায় অপরাধ প্রতিরোধমুলক এক সভায় বক্তব্য দানকালে এই অঙ্গীকার ব্যাক্ত করেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ৭১-এর চেতনায় ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ গড়তে জঙ্গীবাদ-মৌলবাদ একমাত্র শত্রু। সকলে মিলে জঙ্গীবাদী-মৌলবাদীদেরকে নিশ্চিহ্ন করতে হবে। ইস্পাত কঠিণ ঐক্যের মাধ্যমে শান্তি, মানবাধিকার, গণতন্ত্রের বাংলাদেশ গড়া সম্ভব। যেখানে প্রতিটি মানুষ তাদের সাংবিধানিক অধিকার ভোগ করতে পারবে।

তিনি বলেন, বারবার এদেশের মানুষ অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। বর্বরতা ও মৌলবাদকে স্থায়ীভাবে পরাজিত করবো। তিনি জঙ্গীবাদীদের হুশিয়ারী করে বলেন, যাদেরকে ফুসলিসে খুন ও রক্তপাতের ঘটনা ঘটানো হচ্ছে, এই জঙ্গীবাদ অপচেষ্টা ও খুনের নেশা থেকে বেরিয়ে আসুন। কেউ পার পাবে না, যদি বড় খড়ের গাদা থেকে আলপিন খোজার মত কষ্টও করতে হয় তারপরও ১৬ কোটি মানুষ মিলে জঙ্গীবাদীদের খুজে বের করা হবে।

দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর, দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমীন প্রমুখ।

সম্প্রতি দিনাজপুরের কাহারোল্ উপজেলার জয়নন্দ এলাকায় ইসকন মন্দিরে হামলার ঘটনায় ২ জঙ্গীকে আটক করায় গ্রামবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করেনে র‌্যাবের মহাপরিচালক।

(এটি/এইচআর/ডিসেম্বর ২১,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test