E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়’

২০১৫ ডিসেম্বর ২৭ ১৪:৪০:০৩
‘বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়’

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল বলেছেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ স্পষ্ট। দেশকে অশান্ত করার সকল ষড়যন্ত্রকে রুখে দিতে পুলিশ প্রস্তুত।

হাটহাজারীর আমানবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ তিন জেএমবি সদস্য গ্রেফতারের পর রবিবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে উদ্ধার হওয়া অস্ত্র, গ্রেনেড ও বোমা তৈরির বিস্ফোরক, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক, গুলি গণমাধ্যম কর্মীদের দেখানো হয়।

গ্রেফতার হওয়া তিনজন হলেন, কুড়িগ্রামের নাঈমুর রহমান নয়ন (২৫), নোয়াখালীর ফয়সাল মাহমুদ(২৬) ও কক্সবাজারের শওকত রাসেল। তারা সকলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ কমিশনার বলেন, গুটিকয়েক মানুষ অপরাধ করবে আর সাধারণ মানুষ মেনে নেবে তা আর হবে না। এখন সাধারণ মানুষ আমাদের জঙ্গিদের বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করছে, গণমাধ্যম কর্মীরাও সাহায্য করছে। ধর্মের নামে সন্ত্রাস চালানোর এ প্রক্রিয়া সফল হবে না। জঙ্গিবাদ রুখে দিতে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনবহুল এলাকায় জেএমবি আস্তানা গড়ে তুলেছে। কিন্তু এলাকাবাসী কিছু জানে না। সেখান থেকে যে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো দিয়ে ৪-৫টি ভবন নিমিষেই উড়িয়ে দেওয়া যাবে। বাড়ির মালিকদের সতর্ক হতে হবে। ভাড়াটিয়ার সকল তথ্য জেনে তবেই ভাড়া দিতে হবে। জনগণ আমাদেরকে সহযোগিতা না করলে জঙ্গিদের ধ্বংস করা যাবে না।

অভিযানে উদ্ধার হওয়া এমকে-১১ স্নাইপার রাইফেল সম্পর্কে বলেন, ‘এ অস্ত্রের আঘাতে মৃত্যু অবধারিত। যা ১৫০০ গজ দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। সাধারণত এটি সেনাবাহিনী ব্যবহার করে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম শহীদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বাবুল আক্তার প্রমুখ।

(ওএস/এএস/ডিসেম্বর ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test