E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ধর্মকে অমান্য করেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে’

২০১৬ জানুয়ারি ০২ ১৮:৪৯:০২
‘ধর্মকে অমান্য করেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ বলেছেন, ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে 'না' বললেও কোনো কোনো গোষ্ঠী এ ধর্মের নামেই পৃথিবীতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তিনি বলেন, ধর্মকে অমান্য করেই ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে যা মহানবী (সা.) এর আদর্শের বিরুদ্ধে।

'সন্ত্রাস দমন ও শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর জীবনাদর্শ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে খেলাফত মজলিসের ঢাকা মহানগরী শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, বর্তমানে বিশ্বে ইসলাম ও মুসলমানদের নাম নেওয়া হলেই একধরণের অনীহা দেখানো হয়। অথচ বিশ্বের জনসংখ্যার বড় একটি অংশ মুসলামান সম্প্রদায়ের। ধর্মের নামে কোনো গোষ্ঠী নাশকতা চালালে তার দায় ধর্ম বা মুসলামানদের উপর দেওয়া ঠিক না। ইসলাম ও সন্ত্রাসবাদ সম্পূর্ণ সাংঘর্ষিক।

তিনি বলেন, শুধু সেমিনারে সীমাবদ্ধ না থেকে আলেমদেরকে এখন মহানবীর আদর্শ প্রচার করতে হবে। অমুসলিমদের প্রতি মুহাম্মদ (সা.) এর আচরণ কেমন ছিলো তা লিফলেট দিয়ে তুলে ধরতে হবে। কোরাআন-হাদীসের বক্তব্য আরও সহজবোধ্য করে সাধারণের মাঝে প্রচার করা উচিত। যাতে সাধারণ মানুষ বুঝতে পারে ইসলাম আসলেই একটি সহজ সরল ধর্ম। যে ধর্ম কেবলই শান্তির কথা বলে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (সা.) জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিলেন। ইসলামের আবির্ভাব হয়েছিল সন্ত্রাস, অরাজকতাও জুলুমের বিরুদ্ধে। যারা এসব করছেন তারা স্পষ্ঠভাবে ধর্ম না মেনে করছেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির সৈয়দ মজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মুহাম্মদ শফিক উদ্দিন, চরমোনাই পীরের সন্তান সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, জামিয়াহ শরিয়্যাহ মালিবাগের মুহাদ্দিস আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, নয়াটোলা কামিল মাদ্রাসা মুহাদ্দিস মুফতি আবদুস সালাম।

খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মাদ্রাসায়ে দারুর রশীদেএ শিক্ষা সচিব লিয়াকত আলী।

(ওএস/এএস/জানুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test