E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোটি টাকাসহ জামায়াতের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

২০১৬ জানুয়ারি ০৩ ০৯:৫৬:৪১
কোটি টাকাসহ জামায়াতের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :রাজধানীতে কোটি টাকাসহ জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় রামপুরার বনশ্রী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে জিহাদবিষয়ক কয়েকটি বইও পাওয়া গেছে। মানবতাবিরোধী অপরাধের বিচার বাধাগ্রস্ত করা এবং ৫ জানুয়ারি ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য ওই টাকা জড়ো করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

গ্রেপ্তারকৃত পাঁচজন হলেন গিয়াস উদ্দিন (৫৫), আমিনুর রহমান (৫৬), আবুল হাশেম (৩২), ওসমান গণি (৪০) ও শাহাদাতুর রহমান (৪৫)। তাঁদের মধ্যে গিয়াস ও আমিনুর নিজেদের জামায়াতের রোকন বলে পরিচয় দেন। অন্য তিনজন জামায়াতের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনশ্রীর ডি ব্লকের ৬ নম্বর সড়কের ১৭ নম্বর বাড়ির দোতলায় অভিযান চালানো হয়। এ সময় জামায়াতের ওই পাঁচ নেতাকর্মীকে বেশ কয়েকটি জিহাদবিষয়ক বইসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে এক কোটি ৪৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাও হয়েছে বলে জানান ওসি।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা একটি ডেভেলপার কম্পানির নামে ওই বাসা ভাড়া নিয়েছিলেন। ওই বাসার একটি আলমারির ভেতরে টাকাগুলো রাখা ছিল। তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এসব টাকা সংগ্রহ করা হয়। পরে এসব অর্থ নাশকতার জন্য বিতরণ করার কথা ছিল। তিনি বলেন, জব্দ করা টাকাগুলো জাল কি না, তা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যাচাই করা হবে।

উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি এবং চলতি সপ্তাহে জামায়াতের এক শীর্ষ নেতার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃতরা নাশকতার পরিকল্পনা করেছিলেন।


(ওএস/এস/জানুয়ারি০৩,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test