E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে খাদ্য গুদাম নির্মাণ স্থান পরিদর্শনে খাদ্যমন্ত্রী

২০১৬ জানুয়ারি ০৩ ১৭:৪১:১২
বরিশালে খাদ্য গুদাম নির্মাণ স্থান পরিদর্শনে খাদ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় আজ রবিবার দুপুরে নির্মাণাধীন অত্যাধুনিক খাদ্য গুদামের (সাইলো) কার্যক্রম পরিদর্শন করেছেন।

এ সময় তিনি বধ্যভূমির জায়গায় সাইলো নির্মাণের বিষয়ে বলেন, আমরা বধ্যভিূমর জায়গায় সাইলো নির্মাণের বিষয়ে আপনাদের অনুভূতির সঙ্গে একমত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের বধ্যভূমি বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন না। তিনি প্রস্তাব দেন প্রস্তাবিত সাইলো নির্মাণাধীন এলাকায় একটি বধ্যভূমি স্মৃতিস্মারক নির্মাণ করার সব ব্যয়ভার খাদ্য বিভাগ বহন করবে। অন্যথায় অত্যাধুনিক খাদ্য গুদাম (সাইলো) নির্মাণের কর্মকা- স্থগিত করা হবে।

এর আগে মুক্তিযুদ্ধের বরিশাল বধ্যভূমি রক্ষা কমিটির পক্ষে আহ্বায়ক মানবেন্দ্র বটব্যাল বরিশালের মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী বধ্যভূমি রক্ষা করে অত্যাধুনিক খাদ্য গুদাম নির্মাণের দাবি জানান।

রক্ষা কমিটির পক্ষে মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে ত্রিশ গোডাউনের বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

এ সময় বরিশাল সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, তালুকদার মো. ইউনুস, শেখ মো. টিপু সুলতান, বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মুক্তিযুদ্ধ সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test