E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 ১৩ হাজার ৯৭৪ জন প্রাক-প্রাথমিক শিক্ষক পদে উত্তীর্ণ

২০১৬ জানুয়ারি ০৩ ২১:০৬:০৯
 ১৩ হাজার ৯৭৪ জন প্রাক-প্রাথমিক শিক্ষক পদে উত্তীর্ণ

স্টাফ রিপোর্টার : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

৬১ জেলায় চূড়ান্ত ফলাফলে ১৩ হাজার ৯৭৪ জন উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

রবিবার ০৩ জানুয়ারি সন্ধ্যায় ফলাফল প্রকাশের পর তিনি জানান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে(www.dpe.gov.bd) ফল পাওয়া যাবে।

নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে বলেও জানান রবীন্দ্রনাথ।

এসব প্রার্থীর জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ করে পর্যায়ক্রমে পরীক্ষা গ্রহণ করা হয়।

গত জুন থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে বিভিন্ন জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষা শেষে এ ফলাফল প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা অধিদফতর।

প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় ২০১৪ সালের ১০ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।



(ওএস/এস/জানুয়ারি ০৩,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test