E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দিতে চাই’

২০১৬ জানুয়ারি ০৪ ১৬:০৪:০৯
‘শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দিতে চাই’

স্টাফ রিপোর্টার : শর্তসাপেক্ষে ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপিকে দলীয় কার্যালয়ে সমাবেশের অনুমতি দেওয়ার কথা ভাবছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সোমবার দুপুর পৌনে ৩টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দুই দলের আবেদনের পরিপ্রেক্ষিতে পল্টন থানার ওসি ও মতিঝিল জোনের ডেপুটি কমিশনারের (ডিসি) কাছে মতামত চাওয়া হয়েছে। মতামত আসলে সন্ধ্যা নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

আছাদুজ্জামান মিয়া আরও বলেন, ‘পল্টন থানার ওসি ও মতিঝিল জোনের ডিসি যদি মতামত দেন, সমাবেশের অনুমতি দেওয়া হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা জননিরাপত্তার বিঘ্ন ঘটবে না তবেই অনুমতি দেওয়া হবে।’

‘সেক্ষেত্রে দল দুটিকে কিছু শর্ত দেওয়া হবে। তাদের কার্যালয়ের ভেতরে সমাবেশ করতে হবে। পাশাপাশি রাস্তা অবরোধ করা যাবে না, ফেস্টুন-ব্যানার বহনের নামে লাঠি বহন করা যাবে না, মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমাবেশ শেষ করতে হবে’— যোগ করেন ডিএমপি কমিশনার।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন সোমবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছেন। অনুমোতি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন মত প্রকাশের স্বার্থে দুই দলকেই বিশেষ বিবেচনায় তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test