E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

২০১৬ জানুয়ারি ০৮ ১৪:২২:১৮
ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

গাজীপুর প্রতিনিধি : বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করেছেন দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আগত লাখো মুসল্লি।

শুক্রবার দুপুরে মুসল্লিদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় পুরো ইজতেমা এলাকা। জুমার নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের হাফেজ মাওলানা মোহাম্মদ যোবায়ের।

দুপুর ১টা ৪০ মিনিটে জুমার নামাজ শুরু হয়। দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আগত মুসল্লি ছাড়াও ঢাকা-গাজীপুরসহ আশপাশ এলাকার লাখো মুসল্লি জুমার নামাজে অংশ নেন। ময়দানে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে পেরেছেন হোগলা, পাটি, চটের বস্তা, খবরের কাগজ, চাদর ও পলিথিন বিছিয়ে জুমার নামাজে শরিক হন।

বিশ্ব ইজতেমায় বাদ আছর বয়ান করবেন ভারতের মাওলানা মোহাম্মদ জোয়াহের, বাদ মাগরিব বয়ান করবেন দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। মুসল্লিদের সুবিধার্থে তা বাংলায় তরজমা করা হবে। এসব বয়ান ইংরেজি, ফার্সি, মালয় ভাষায়ও তরজমা করা হবে।

দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে এবারের ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হয় শুক্রবার বাদ ফজর। এ সময় ভারতের মাওলানা আবদুর রহমান উর্দুতে আমবয়ান করেন।

রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম ধাপ। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরব্বিরা পর্যায়ক্রমে আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান পেশ করবেন।

এবারের ইজতেমায় দুই দফায় মোট ৩২টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম দফায় ঢাকা জেলাসহ ১৭টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় দফায় ঢাকা জেলাসহ ১৬টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন ইজতেমায়।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test