E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমার একটাই চাওয়া বাংলাদেশ উন্নত হবে’

২০১৬ জানুয়ারি ০৮ ১৪:২০:৪৮
‘আমার একটাই চাওয়া বাংলাদেশ উন্নত হবে’

গোপালগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৮ সালে পদ্মাসেতুর কাজ শেষ হবে।

তিনি বলেন, ২০১৮ সালে পদ্মাসেতুর কাজ শেষ হলে এরপর দক্ষিণ অঞ্চলের উন্নয়ন আর থেমে থাকবে না। আমার একটাই চাওয়া বাংলাদেশ উন্নত হবে।

শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় এক অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সোনার মাটি আমাদের। উন্নয়ন হবেই। আমি কাজ করে যাচ্ছি- যেন মরলেও অন্তত বাবাকে বলতে পারবো- কিছু করে এসেছি।

সদ্য স্বাধীন দেশ গড়ায় বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে শেখ হাসিনা আরও বলেন, একটি স্বাধীন রাষ্ট্র নির্মাণের সব কিছুই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশে করে যান। শুধু দেশ স্বাধীন নয়, তার মতো নেতা ছিলেন বলেই যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন দেশ গড়তে পেরেছিলেন। বিভিন্ন কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তাকে হত্যা করা হলো।

প্রধানমন্ত্রী বলেন, আমার জীবনের একমাত্র কামনা বাংলার মানুষ খাদ্য পাবে, উন্নত জীবন পাবে। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বাবা-মা-ভাই সব হারিয়েছি, এই বাংলার মানুষের জন্য কিছু করতে চাই- এর চেয়ে কিছু চাওয়ার নেই।


মানুষ পোড়ানোর দায়ে খালেদার বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, মানুষ পুড়িয়ে তিনি (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) সরকার উৎখাত করবেন, এটি চেয়েছিলেন। কিন্তু পারলেন না। পরে ঠিকই ব্যর্থতার গ্লানি নিয়ে তিনি কোর্টে হাজিরা দিতে গেলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট এক হয়ে মানুষকে পুড়িয়ে মেরেছে, নির্বাচনের সময়ও মানুষ পুড়িয়েছে তারা। আর আন্দোলনের (২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে) সময় খালেদা বলেছিলেন- সরকারের পতন না ঘটিয়ে তিনি ঘরে ফিরবেন না।

তিনি বলেন, মানুষ পোড়ানোর দায়ে খালেদার বিচার হওয়া উচিত। মানুষ পুড়িয়ে তিনি সরকার উৎখাত করবেন, কিন্তু পারলেন না। পরে ব্যর্থতার গ্লানি নিয়ে কোর্টে হাজিরা দিতে গেলেন।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের বাঁচানোর জন্য তিনি (খালেদা জিয়া) চেষ্টা করে যাচ্ছেন। এদিকে ১৯৭১ সালে যুদ্ধাপরাধীরা যে অপরাধ করেছিল, একই অপরাধ ২০১৫ সালে বিএনপি করেছে।

‘তার আগে তারা নির্বাচনে যায়নি। পরে ভুল ঠিক বুঝেছে। পৌর নির্বাচনে তাদের সুমতি হয়েছে’।

শেখ হাসিনা বলেন, আমার একটাই চাওয়া বাংলাদেশ উন্নত হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। উন্নয়নের রোল মডেল এই দেশ, এটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।

এর আগে, বেলা ১১টা ৫১ মিনিটে টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এর আগে টুঙ্গীপাড়ায় শেখ রাসেল পৌর শিশু পার্কের উদ্বোধন করেন তিনি।

তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, সংসদ সদস্য ও দলের সিনিয়র নেতা লে. কর্নেল (অব.) ফারুক খান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ প্রমুখ। তারও আগে, প্রধানমন্ত্রী সকাল ১১টা ২৫ মিটিনে টুঙ্গীপাড়ায় পৌঁছান।

(এমএইচএম/এএস/জানুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test