E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নতুন প্রজন্মের পুষ্টি নিশ্চিতের স্বার্থে দেশি প্রজাতিগুলোকে রক্ষা করতে হবে’

২০১৬ জানুয়ারি ০৮ ১৫:৪২:৪৪
‘নতুন প্রজন্মের পুষ্টি নিশ্চিতের স্বার্থে দেশি প্রজাতিগুলোকে রক্ষা করতে হবে’

বাকৃবি প্রতিনিধি : অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত এবং নতুন প্রজন্মের স্বার্থে আমাদের দেশি প্রজাতিগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে। বৃহষ্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)  ভবনের সম্মেলন কক্ষে পাঁচ বছর মেয়াদী ওই প্রকল্পের সমাপনী অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এ কথা বলেন।

দেশীয় প্রজাতির প্রাণিসম্পদ কালক্রমে আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। অল্প সময়ে অধিক লাভের আশায় খামারীরা বিভিন্ন উন্নত জাতের পশু-পাখি পালন করছেন। ফলে আমাদের দেশীয় ঐতিহ্যের ধারক ও বাহক এসব প্রাণী ধীরে ধীরে বিলুপ্তির পথে। আমাদের দেশী মুরগি, ছাগলের উৎপাদন বৃদ্ধি ও টেকসই করার জন্য এবং দেশী মোরগ-মুরগি ও ছাগল পালন জনপ্রিয় ও লাভজনক আয় বৃদ্ধিমূলক কার্যক্রম হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয়ের (বাকৃবি) পশুপ্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক (UNEP-GEF ILRI FAnGR Asia Project) অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া শেরপুর জেলার ঝিনাইগাতি ও ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রকল্প এলাকায় গত পাঁচ বছর ধরে দেশী মোরগ-মুরগি ও ছাগল পালনে দরিদ্র কৃষকদের উদ্বুদ্ধকরণ, প্রযুক্তিগত সহায়তা প্রদান, উন্নত জাতের দেশি মুরগি, ছাগল সরবারহসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করেন। বৃহষ্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) ভবনের সম্মেলন কক্ষে পাঁচ বছর মেয়াদী ওই প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বিএআরসি সম্মেলন কক্ষে বাকৃবির পশুপালন অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে দেশী মোরগ-মুরগি ও ছাগল পালনের পাঁচ বছর মেয়াদি প্রকল্পের সমাপনী ও সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। সম্মানীতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির সাবেক ভাইস চ্যান্সেলর এবং বর্তমানে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ( এমফও) এর সিনিয়র উপদেষ্টা প্রফেসর ড. এম এ সাত্তার মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইরোবি-কেনিয়া আইএলআরআইয়ের ড. অ্যালয় ওকেই মাওয়াই, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের পরিচালক ড. ডেভিড মন্টেনেগু। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাউরেস এর পরিচালক প্রফেসর ড. মঞ্জুরুল আলম। সেমিনারে প্রকল্পের কার্যক্রম ও সফলতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রধান ও জাতীয় প্রকল্প পরিচালক অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও দেশের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীবৃন্দ, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীবৃন্দ, পিএইচডি গবেষক, মাস্টার্স ও অনার্স শিক্ষার্থী, উপকারভোগী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন

(এসএস/এএস/জানুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test