E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলে নিহত

২০১৬ জানুয়ারি ০৯ ১৩:৪৯:৪৪
বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলে নিহত

টাঙ্গাইল প্রতিনিধি : শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর উপর পৃথক সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহত ছয়জনের মধ্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেজো ছেলে রানা শরীফ রয়েছেন।

জানা গেছে, রানা শরীফ স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকা আসছিলেন। পথে তারা দুর্ঘটনার শিকার হন। আহতাবস্থায় রানা শরীফকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বলেন, শনিবার ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় সেতুর উপর পৃথকভাবে ট্রাকের সঙ্গে বাস, বাসের সঙ্গে বাস ও পুলিশের ভ্যানের সঙ্গে পিকআপসহ আটটি দুর্ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকটি গাড়ি পেছন দিক থেকে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও ৩০ জন আহত হয়।

তিনি আরও বলেন, সেতুর উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সেতু কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে। যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে।

(ওএস/এএস/জানুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test