E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‌‌'পদ্মা সেতুর জন্য বিশ্বের কাছে আমরা প্রসংশিত'

২০১৬ জানুয়ারি ০৯ ১৬:৩৪:২১
‌‌'পদ্মা সেতুর জন্য বিশ্বের কাছে আমরা প্রসংশিত'

স্টাফ রিপোর্টার : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণের সক্ষমতার জন্য বিশ্বের কাছে আমরা প্রসংশিত হচ্ছি। বীরের জাতি হিসেবে মর্যাদার আসনে বসেছি।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনেকে তামাশা করেছে। তামাশার দিন শেষ। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়। এটি বাস্তবায়ন হচ্ছে।

রাজধানীর ডেইলি স্টার ভবনে শ‌নিবার `পদ্মা ব্রিজ, নিউ লাইফ লাইন অব ডেভেলপমেন্ট` শীর্ষক গোল টে‌বিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও স্ট্রিল তৈ‌রির প্রতিষ্ঠান বিএসআরএম যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।

মন্ত্রী বলেন, পদ্মা প্রমত্ত, আমাজন নদীর পর বিশ্বের দ্বিতীয় পানির স্রোত। পদ্মার ভাঙ্গন তান্ডব বার বার সেতুর কাজকে বাধাগ্রস্থ করছে। কিন্তু আমরা তাতে হতাশ হয়নি। মূল চ্যালেঞ্জ নদীশাসন কাজ বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, সেখানে নদী প্রায় ছয় কিলোমিটার প্রশস্ত। মূল সেতুর দৈর্ঘ্য হবে ছয় দশমিক পনের কিলোমিটার। এটি হবে বিশ্বের দ্বিতীয় ও দক্ষিণ এশিয়ার কোনো নদীর ওপর নির্মিত দীর্ঘতম সেতু।

পদ্মা সেতু প্রকল্পে চাকরি দেওয়ার নামে অনেক প্রতারক দোকান খুলে বসে আছে। তাদের কাছ থেকে সাবধান হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, এসব বিষয়ে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষ যেন প্রতারণার শিকার না হয়।

এ সময় মেট্রোরেলের রুট সরানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, মেট্রোরেলের রুট সরানোর দাবিতে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী মানববন্ধন করছে। মেট্রোরেলের কারণে জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো শব্দ হবে না বলে নিশ্চিত করা হয়েছে। তাছাড়া চার বছর আগে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের অনুমোদনও দিয়েছে।

বৈঠকে পদ্মা সেতু প্রকল্পের প্রধান উপদেষ্টা প্রকৌশলী ড. জা‌মিলুর রেজা চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ‌রিয়তপু‌র-৩ আসনের সাংসদ না‌ঈম রাজ্জাক, মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এ্যামিলি, বুয়েটের অধ্যাপক ড. আমানত প্রমুখ।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test