E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

২০১৬ জানুয়ারি ১০ ০৯:৪৮:২৯
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ


স্টাফ রিপোর্টার:আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭১ সালে এ দেশের মুক্তিযুদ্ধ ঘোষণার পর পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। দেশ স্বাধীন হলে দীর্ঘ ৯ মাসের বন্দিদশা শেষে ১৯৭২ সালে আজকের এই দিনে বঙ্গবন্ধু লন্ডন-দিল্লি হয়ে দেশে ফেরেন।

বাঙালিকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করে একটি স্বাধীন দেশ এনে দেওয়ার লড়াইয়ের এ মহানায়কের দেশে ফেরার দিনটি এক অনন্য ক্ষণ। দিবসটি স্মরণে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে আসা জাতির জনক ১৯৭২ সালে যেদিন দেশে ফিরেছিলেন সেদিন রাজধানীর তেজগাঁওয়ের বিমানবন্দর থেকে ধানমণ্ডির ৩২ নম্বর পর্যন্ত ছিল মানুষের ঢল। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’—এসব স্লোগানে সেদিন আকাশ-বাতাস প্রকম্পিত হয়েছিল। এক রক্তগঙ্গার মধ্য দিয়ে অর্জিত স্বাধীন দেশে পা রেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বঙ্গবন্ধু নিজে এবং তাঁকে স্বাগত জানাতে আসা নেতাদের সবার চোখেই ছিল পানি।

ঐতিহাসিক এ দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন দল, সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। দিবসটির ঐতিহাসিক তাত্পর্য তুলে ধরে জাতীয় দৈনিকগুলো বিশেষ সংবাদ পরিবেশন ও ক্রোড়পত্র প্রকাশ করবে। বেসরকারি এফএম রেডিও ও স্যাটেলাইট টেলিভিশনগুলো আয়োজন করবে বিশেষ অনুষ্ঠানমালা। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। ৭টায় বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং ১১ জানুয়ারি সোমবার দুপুর আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে।




(ওএস/এস/জানুয়ারি১০,২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test