E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আখেরি মোনাজাত চলছে

২০১৬ জানুয়ারি ১০ ১১:২৪:৫৪
আখেরি মোনাজাত চলছে

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার শেষ দিন রবিবার বেলা ১১টা ১০ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। এতে অংশ নিয়েছেন দেশ-বিদেশের লাখো মুসল্লি। আখেরি মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি ভারতের মাওলানা মুহাম্মদ সা’দ। মোনাজাতের আগে হেদায়তি বয়ান করেন তিনি।

ইজতেমায় আগত মুসল্লি ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নিতে আজ ভোর থেকে লাখো মুসল্লি তুরাগতীরে এসে সমবেত হন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকে। টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে।

মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা শুরুর একদিন আগে থেকে টঙ্গীর তুরাগতীরে আসতে শুরু করেন। জিকির আসকার, ইবাদত বন্দেগি আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান শোনার মধ্য দিয়ে মসল্লিরা বিশ্ব ইজতেমার দুইদিন অতিবাহিত করেছেন।

এবার বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিয়েছেন ঢাকাসহ ১৭টি জেলার তাবলিগের মুসল্লিরা। ১৫ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে অংশ নেবে ঢাকাসহ ১৬টি জেলার মুসল্লিরা। আগামী ১৭ জানুয়ারি দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এ বছরের দুধাপের বিশ্ব ইজতেমা। এ দুই ধাপে ৩৩টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন।

(ওএস/এইচআর/জানুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test