E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সড়ক দুর্ঘটনা নিয়ে সুরঞ্জিতের উদ্বেগ প্রকাশ

২০১৬ জানুয়ারি ১০ ১৪:২০:০৯
সড়ক দুর্ঘটনা নিয়ে সুরঞ্জিতের উদ্বেগ প্রকাশ

স্টাফ রিপোর্টার : দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ক্ষমতাশীল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।

তিনি বলেন, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ৬ হাজারের মতো লোক মারা যাচ্ছে। এটা খুবই অপ্রত্যাশিত। বিষয়টি এখন উদ্বেগের সীমা ছাড়িয়েছে। আমরা এর অবসান চাই।

রবিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুরঞ্জিত বলেন, সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ, আইনে ব্যবহার বা প্রয়োগ করতে না পারা। আমারা আইনের প্রয়োগ করতে পাচ্ছি না। গতকালও টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পাশে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন মারা গেছেন। এতে এক মন্ত্রীর ছেলেও মারা গেছে। এ নিয়ে দেশবাসী আতঙ্কিত।

(ওএস/এইচআর/জানুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test