E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌ-বাহিনীতে যোগ হলো দু’টি যুদ্ধজাহাজ

২০১৬ জানুয়ারি ১০ ১৮:২৬:২৩
নৌ-বাহিনীতে যোগ হলো দু’টি যুদ্ধজাহাজ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নৌ-বাহিনীতে ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ নামে দু’টি নতুন যুদ্ধজাহাজ যোগ হয়েছে।

রবিবার চীনে তৈরি যুদ্ধজাহাজ দু’টি চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছায়।

এ সময় চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবীবসহ নৌ-বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন।

করভেট ক্লাসের মিসাইল ফ্রিগেট দু’টি দৈর্ঘ্যে ৯০ মিটার এবং প্রস্থে ১১.৪ মিটার। জাহাজ দু’টি ঘন্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম।

আধুনিক ক্ষমতা সম্পন্ন জাহাজ দু’টি বিমান বিধ্বংসী কামান, জাহাজ বিধ্বংসী মিসাইল এবং সমুদ্র তলদেশে সাবমেরিনে টার্গেটে আঘাত হানতে সক্ষম।

যুদ্ধকালীন সময় ছাড়া বিশাল সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধ, গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি তেল, গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দকৃত ব্লকগুলোতে অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার কাজ করবে জাহাজ দু’টি।

২০১৩ সালের ০৭ জানুয়ারি চীনে জাহাজ দু’টির নির্মাণ কাজ শুরু হয়।

গত বছরের ২৬ ডিসেম্বর জাহাজ দু’টি চীনের কুইডং বন্দর থেকে যাত্রা শুরু করে ‘ইয়ানতিয়ান’ বন্দর ও মালয়েশিয়ার ‘ক্লাং’ বন্দর হয়ে প্রায় ৮ হাজার কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করে বাংলাদেশে এসে পৌঁছায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পরিচালকের পক্ষে সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

(ওএস/এইচআর/জানুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test