E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই সমস্যার সমাধান হবে'

২০১৬ জানুয়ারি ১১ ১২:৪৯:৩১
'প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই সমস্যার সমাধান হবে'

স্টাফ রিপোর্টার : বেতন কাঠামোয় অসঙ্গতি নিরসনে শিক্ষকদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হলেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ।

ফেডারেশনের ডাকে আজ সোমবার বাংলাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে শিক্ষকদের কর্মবিরতি শুরুর পর এ কথা বলেন অধ্যাপক ফরিদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আমরা মাত্র ৫ মিনিটও বসি, তাহলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। কর্মবিরতির ঘোষণা দেওয়ার পর থেকে সরকারের পক্ষ থেকে কেউ এখনও যোগাযোগ করেনি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের এই নেতা। অধ্যাপক ফরিদ বলেন, ফেডারেশনের ডাকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষকরা প্রশাসনিক কোনো দায়িত্বও পালন করছেন না।

গত বছরের মাঝামাঝিতে অষ্টম বেতন কাঠামো প্রস্তাবের পর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা নানা কর্মসূচিতে নিজেদের মর্যাদাহানি ও সুবিধা কমে যাওয়ায় আপত্তি জানিয়ে আসছিল। তার মধ্যে গত মাসে বেতন কাঠামোর গেজেট প্রকাশের পর শিক্ষকদের বিরোধিতার মুখে সরকার একটি কমিটি গঠন করে। কিন্তু তাতেও দাবি-দাওয়ার বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় শিক্ষক সমিতি ফেডারেশন গত ২ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয়। ওই ঘোষণার পর অর্থ মন্ত্রণালয় থেকে বেতন কাঠামোর এক ব্যাখ্যায় শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের কাজের সময় এবং চাকরির বাইরে কাজের সুযোগের একটি তুলনা দেওয়া হয়।

অধ্যাপক ফরিদ বলেন, তারা (আমলা) এখন আমাদের ৯টা-৫টা ডিউটি করার কথা বলছে। আমরা তো কেরানি না যে ৯টা-৫টা ডিউটি করব। আমাদের অফিস তো ২৪ ঘণ্টা। আমাদেরকে ৯ মাস ধরে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে এ অবস্থায় নিয়ে এসেছে। আমলারা ইচ্ছা করেই এ পর্যায়ে নিয়ে এসেছে। ওরা ভাবছে ওরা কুলীন লোক, ওদের পর্যায়ে কাউকে দেওয়া যাবে না। গত ২ জানুয়ারি থেকে শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বর্জনের দিকে যেতে চেয়েছিলেন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ বলেন, সামনে কেবিনেট মিটিং থাকায় আমরা তখন সময় নিয়েছিলাম। কিন্তু এখন দেখছি, কেবিনেট মিটিংয়ের পর প্রধানমন্ত্রী সেই আমলাদের সঙ্গেই বৈঠক করলেন। বৈঠকে প্রধানমন্ত্রীকে ভুলভাবে বোঝানো হয়েছে।


(ওএস/এস/জানুয়ারি১১,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test