E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০ জানুয়ারি একটি ঐতিহাসিক দিন

২০১৬ জানুয়ারি ১১ ১৬:৫৪:০২
১০ জানুয়ারি একটি ঐতিহাসিক দিন

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০ জানুয়ারি বাঙালির ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। সারা বাংলার মানুষের জন্য তিনি আপন মাটিতে ফিরে এসেছিলেন। ওই দিনটিতে জনসভা করিনি কারণ বিশ্ব ইজতেমা ছিল।

সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রতাবর্তন দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওনার দিম হে পেয়ারে পাকিস্তান। তাই তো তিনি সেই সুরেই কথা বলেন। ওনার কত বড় দুঃসাহস, তিনি মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্ক করেন!

প্রধানমন্ত্রী বলেন, ওনার মনে শান্তি নেই। দেশ যখন উন্নয়নের দিকে তখন তিনি শান্তিতে নেই। তাই তো তিনি মানুষ মারলেন।

শেখ হাসিনা বলেন, এই দেশে সব ধর্মের মানুষ, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি শ্রেণি (বিএনপি), একটি দলের শান্তি আসেনি।

রাজধানী ঢাকার যানজট সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক মাত্র আধাঘণ্টায় যেতে পারবে মানুষ। এটি সম্ভব হবে মেট্রোরেলের মাধ্যমে। আধুনিক প্রযুক্তিতে এই রেল হবে, আকাশ পথে যাবে। এছাড়া যানজট নিরসনে ফ্লাইওভার রয়েছে, এছাড়া আরও কাজ করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, কোনো কিছুতেই আমাদের দেশের কিছু মানুষকে সুখি করা যায় না। যতই দেই কেন যেন কিছু কিছু লোক সুখি হয় না। আমরা দেশের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। বাংলাদেশের মানুষের আর্থিক স্বচ্ছলতা বেড়েছে। আমরা আরও এগিয়ে যাবো।

তিনি বলেন, যানজট মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি নিয়েছি। দুইজন নির্বাচিত মেয়র এ নিয়ে কাজ করে যাচ্ছেন। ফ্লাইওভার নির্মাণ করা যাচ্ছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেল যাবে এ নিয়ে শিক্ষার্থীদের অান্দোলন বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যার জন্য চুরি করি সেই বলে চোর। সুবিধা তো শিক্ষার্থীদেরও হবে, এটা একটু বুঝতে হবে। তারা তো দ্রুত যাতায়াত করতে পারবে এই রেল সুবিধা হলে।

এর আগে বক্তব্যে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, বঙ্গবন্ধু এমন একজন ব্যক্তি যিনি একটি জাতিকে তৈরি করেছেন। তিনি বলেছেন তখনই- ভারতীয় সৈন্য এদেশ ছেড়ে চলে যায়। এটি তিনি পেরেছিলেন।

আরেক প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ বঙ্গবন্ধুকে দেখে লিখেননি। কিন্তু তিনি অনাগত ভবিষ্যত দেখতে পেয়ে বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশে ষড়যন্ত্র থেকে নেই, শেখ হাসিনা দেশে আসার পর থেকেই তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। সব ষড়যন্ত্র দূর করে সোনার বাংলা গোড়বো।

(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test