E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সব গণতান্ত্রিক রাষ্ট্রই এখন আইএস এর হুমকির মুখে’

২০১৬ ফেব্রুয়ারি ২৯ ১৭:২০:৩৪
‘সব গণতান্ত্রিক রাষ্ট্রই এখন আইএস এর হুমকির মুখে’

সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চমৎকার।

সোমবার বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বজ্রবকসায় ইউএসএইডের অর্থায়নে ও ওয়ার্ল্ড ফিসের ব্যবস্থাপনায় পরিচালিত মৎস্য খামার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র ১৯৭২ সাল থেকে ফিড দ্য ফিউচারের আওতায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সব গণতান্ত্রিক রাষ্ট্রই এখন আইএস এর হুমকির মুখে রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী আইএস প্রশ্নে জিরো টলারেন্স দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বার্নিকাট বলেন, আমরা সব ধরনের অপরাধের বিচারের পক্ষে।

এর আগে তিনি মৎস্য খামারীদের সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যা-সম্ভাবনার কথা জানতে চান।

সোমবার বেলা পৌনে ১১টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বার্নিকাটকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। পরে তিনি সদর উপজেলার ধুলিহরে অবস্থিত বাংলাদেশ লাইভস্টক প্রোডাকশন ফর ইমপ্রুভড প্রকল্পের দুগ্ধশীতলীকরণ কেন্দ্র পরিদর্শন করেন।

(আরকে/এএস/ফেব্রুয়ারি ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test