E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃহস্পতিবার টুঙ্গীপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

২০১৬ মার্চ ১৬ ১৪:০৪:২৮
বৃহস্পতিবার টুঙ্গীপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবসে বৃহস্পতিবার রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাচ্ছেন।

তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোসহ শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো ফ্যাক্স বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তারা। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করবে।

এরপর সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে শিশু সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। পরে একই স্থানে বই মেলার উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ করবেন। দুপুর ১টায় তিনি টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু ভবনে নামাজের জন্য বিরতি নেবেন।

এদিকে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। মাজার কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শিশু সমাবেশের জন্য তৈরি করা হয়েছে বিশালাকৃতির প্যান্ডেলও।

এছাড়াও ওইদিন শিশু সমাবেশে অংশগ্রহণকারীদের মাসব্যাপী অনুশীলন চলছে জেলা শিশু একাডেমিতে।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান জানান, বঙ্গবন্ধুর জন্মদিন এবং শিশু দিবসে টুঙ্গীপাড়ার জাতীয় অনুষ্ঠান শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলাগুলোতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

গোপালগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ফজলুল করিম জানান, শিশু দিবসের অনুষ্ঠানে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, নির্ধারিত বক্তৃতা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতাসহ ১২টি বিষয়ে বিজয়ী প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ২৪ জন শিশু প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবে।

গোপালগঞ্জ পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু সমাবেশ উপলক্ষে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওইদিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়ায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। তাই পুরো টুঙ্গীপাড়ায় নিরাপত্তা বলয় সৃষ্টি করা হবে।

(ওএস/এএস/মার্চ ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test