E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শনিবার নতুন উদ্যোক্তাদের মূলধন প্রদান করবেন সেলিম ওসমান

২০১৬ এপ্রিল ০৮ ১৬:৪২:৪৩
শনিবার নতুন উদ্যোক্তাদের মূলধন প্রদান করবেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মধ্যম আয়ের দেশ গড়ার স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নারায়নগঞ্জে ২০ হাজার নতুন উদ্যোক্তা সৃষ্টি করা ঘোষণা দিয়েছিলেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা সেলিম ওসমান।

সেই লক্ষ্যে ইতোমধ্যে তিনি উদ্যোক্তা হতে ইচ্ছুক এমন ৫’শ নারীকে একটি করে সেলাই মেশিন ও ৫ হাজার টাকা করে চলতি মূলধন প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় ৩’শ শিক্ষিত বেকার যুবককে উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করে তাদের সাথে প্রথম ধাপে মত বিনিময় করে ছিলেন।

সেই ধারাবাহিকতায় আগামী শনিবার ৯ এপ্রিল নারায়ণগঞ্জ ক্লাবে বেলা ১১টায় সংসদ সদস্য সেলিম ওসমান দ্বিতীয় ধাপে ওই যুবকদের সাথে মত বিনিময় করবেন। সেই সাথে ২১০জন যুবককে চলতি মূলধন হিসেবে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে প্রদান করবেন।

সেলিম ওসমান তার নির্বাচনী এলাকার ৭টি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের মাধ্যমে ৩০০ জন শিক্ষিত যুবকের নামের তালিকা তৈরি করে ছিলেন। পরবর্তীতে ৫ মার্চ প্রথমধাপে তাদের সাথে মতবিনিময় করে তাদেরকে দিক নিদের্শনা ও চলতি মূলধন প্রদানের জন্য আবেদন জমা দিতে বলেন।

তাদের মধ্য থেকে ২১০জন যুবককে আগামী শনিবার চলতি মূলধনের টাকা প্রদান করা হবে। ৩০০ জনের মধ্যে বাকি ৯০ জন্য তাদের আবেদন জমা দেন নি।

এ ব্যাপারে সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, আমরা ৫’শ জন নারীর পর ৩’শ জন শিক্ষিত যুবককে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে ছিলাম। কিন্তু ওই ৩০০ জনের মধ্য থেকে ৯০ জন তাদের আবেদন জমা দেয়নি। আমরা ধারনা তাদেরকে হয়তো ঠিক মত বিষয়টি বুঝিয়ে বলা হয়নি অথবা তাদের মাঝে বিষয়টি নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে। প্রকৃত পক্ষে এটা কোন ব্যাংক লোন নয়। ব্যবসায়ীদের সহযোগিতায় নতুন উদ্যোক্তা সষ্টি করা হচ্ছে। আমরা প্রতিটি যুবককে ২৫ হাজার টাকা করে চলতি মূলধন প্রদান করবো। যার মধ্যে থেকে তারা ১ হাজার টাকা দিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সদস্য পদ গ্রহন করবে। ৪ হাজার টাকা তারা আগামী ৩ মাস নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যয় করবে। প্রয়োজনে তারা বিনামূল্যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যার যার পছন্দ ও মেধা অনুযায়ী প্রশিক্ষণ গ্রহন করবে। আর বাকি ২০ হাজার টাকা ওই ৩ মাসের জন্য যার যার নিজ নামের ব্যাংক হিসেবে এফডিআর হিসেবে রক্ষিত থাকবে। ওই টাকার উপর শুধুমাত্র ওই যুবকটি ছাড়া আর কারো কোন অধিকার থাকবে না।

তিনি আরও বলেন, উদ্যোক্তা যুবকটি যদি প্রশিক্ষন শেষে তার প্রশিক্ষণ ও মেধা অনুযায়ী যেকোন ধরনের ব্যবসা করতে পারবে। প্রয়োজনে তারা ব্যাংক থেকেও লোন নিতে পারবেন। সরকারী নিয়ম অনুযায়ী উদ্যোক্তা যুবককে বিনা জামানতে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়ে থাকে। যা দিয়ে কৃষিকাজ থেকে শুরু করে যার যার মেধা ও যোগ্যতা অনুযায়ী সকল ধরনের ব্যবসা পরিচালনা করতে পারবে।

সেলিম ওসমান বলেন, আমি নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের কাছে আহবান রেখে ছিলাম। আমার আহবানে সাড়া দিয়েছেন। ব্যবসায়ীদের সহযোগীতায় নতুন উদ্যোক্তা সৃষ্টি করতেই আমাদের এ প্রচেষ্টা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যে উনি ‘একটি বাড়ি একটি খামার’ করার ঘোষণা দিয়েছেন। একটি বাড়ি একটি খামার বাস্তবায়ন করাই আমাদের এ উদ্যোগের লক্ষ্য।

উল্লেখ্য সেলিম ওসমান তিনি তার নির্বাচনী এলাকার নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে গত ১৩ ফেব্রুয়ারি ৫’শ নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে তাদের প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন ও চলতি মূলধন হিসেবে ৫হাজার করে টাকা প্রদান করেছেন। এই ধারাবাহিকতায় তিনি সদর , বন্দর, সিদ্ধিরগঞ্জ, ও বন্দর থানা এলাকায় ২০ হাজার উদ্যোক্তা সৃষ্টি করার ঘোষণা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় ৫ মার্চ যুব উন্নয়ন অধিদপ্তর ও আই এফ আই সি ব্যাংক লিমিটেড এর সাথে ওই ৫’শ নারী ও ৩’শ যুবকের সাথে মত বিনিময় সভা করেছিলেন।

(ডিসি/এএস/এপ্রিল ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test