E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংসদ সদস্য মুজিবুর রহমান ফকির আর নেই

২০১৬ মে ০২ ১১:৫০:০১ ২০১৬ মে ০২ ১৮:৪৫:০০
সংসদ সদস্য মুজিবুর রহমান ফকির আর নেই

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরের জাতীয় সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (২মে) সকাল ৯টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯বছর। তাঁর মৃত্যুর সংবাদ গৌরীপুরে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

আজ বাদ জোহর ময়মনসিংহ ঈদগাঁহ ময়দানে ১ম জানাজা শেষে হেলিকপ্টারযোগে লাশ ঢাকা নিয়ে যাওয়া হয়। সেখানে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২য় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাঁর মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার সকাল ১০টায় গৌরীপুর স্টেডিয়ামে ৩য় এবং সকাল ১১টায় গৌরীপুরের কলতাপাড়া মোজাফ্ফর আলী ফকির স্কুল ও কলেজ মাঠে ৪র্থ জানাজা শেষে কলতাপাড়াস্থ পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি ১৯৪৭ সালের ১লা জানুয়ারি গোপালগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। তাঁর পিতার নাম মোজাফফর আলী ফকির এবং মাতার নাম সামসুন্নাহার। স্ত্রীর নাম ডা. নাসিমা আনোয়ার। তিনি ৩ কন্যার জনক।
ময়মনসিংহ জিলা স্কুল থেকে ম্যাট্রিক, আনন্দ মোহন কলেজে ইন্টারমিডিয়েট পাস করে ১৯৬৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৯৬৮-৬৯ এর আইয়ুব বিরোধী গণআন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ এবং ৭১’র সালে এমবিবিএস ফাইনাল পরীক্ষা রেখে বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। মুক্তিযুদ্ধ শেষে তিনি সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগদান করেন। সেনাবাহিনী থেকে অবসর নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০০১সালে, ২০০৮সনে ১লক্ষ ২হাজার ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪সালের ৫ জানুয়ারী নির্বাচনে বিজয়ী হয়ে একাধারে হ্যাট্রিক বিজয় অর্জন করেন। তিনি দীর্ঘদিন যাবৎ গৌরীপুর উপজেলা আওয়ামী ?লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি গৌরীপুরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার পিতলের ম্যুরাল, বঙ্গবন্ধু চত্বর, কলতাপাড়ায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৩ ফুট উঁচু একটি ভাস্কর্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক ফটো গ্যালারি, নিজ পিতার নামে মোজাফ্ফর আলী ফকির স্কুল ও কলেজ স্থাপন করেন।

(এসআইএম/অ/মে ০২, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test