E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাত সাড়ে ৮টা থেকে গণজাগরণ মঞ্চের অবস্থান

২০১৬ মে ১০ ২০:৩১:৩০
রাত সাড়ে ৮টা থেকে গণজাগরণ মঞ্চের অবস্থান

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার রাতেই কার্যকর হতে পারে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি। এ ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে রাত সাড়ে ৮টা থেকে অবস্থান নেবেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

তারা সেখানে সারা রাত অবস্থান করবেন বলে মঙ্গলবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চ সূত্রে জানা গেছে।

এদিকে নিজামীর ফাঁসি কার্যকরের জন্য এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে জল্লাদ রাজুকে। কারাগারের সামনের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে চারটি অ্যাম্বুলেন্স। ফাঁসির পর নিজামীর মরদেহ পাবনার সাঁথিয়া উপজেলার মন্মথপুর গ্রামের বাড়িতে নিতে এসব অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে বলে জানিয়েছেন এক কারারক্ষী।

শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কারাগারে 'শেষ দেখা’ করতে ঢুকেছেন নিজামীর স্বজনরা।

(ওএস/অ/মে ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test