E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেগম সম্পাদকের চিকিৎসার পুরো ভার নিয়েছেন প্রধানমন্ত্রী

২০১৬ মে ১০ ২১:২৯:৫২
বেগম সম্পাদকের চিকিৎসার পুরো ভার নিয়েছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : বেগম সম্পাদক নূরজাহান বেগমের চিকিৎসার পুরো ভার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রয়োজনীয় চিকিৎসার এতটুকু ঘাটতি ও অবহেলা যাতে না হয় সে ব্যাপারে সার্বক্ষণিক তদারকির নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন নূরজাহান বেগম।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী এই প্রবীণ সাংবাদিকের চিকিৎসার সকল ভার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে তার পরিবারের সদস্যদের এ বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তার কার্যালয়ের পরিচালক ডাঃ জুলফিকার লেনিনকে নূরজাহান বেগমের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ-খবর রাখার নির্দেশ দিয়েছেন।

এদিকে, নূরজাহান বেগমের বড় মেয়ে ফ্লোরা নাসরিন খান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে তারা খুশি ও কৃতজ্ঞ। ফ্লোরা নাসরিন বলেন, আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। অনেক ভরসা হচ্ছে। তিনি আরও জানান, তার মায়ের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। নিউমোনিয়ায় ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় হাসপাতালে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে।

ফ্লোরা নাসরিন আরও জানান, গত ৮ মে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে মায়ের শারীরিক অবস্থার কথা জানান। সে সময় তিনি বিদেশে নিয়ে চিকিৎসা করানোর প্রস্তাব দিলে প্রধানমন্ত্রী নূরজাহান বেগমের বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিদেশে না নেওয়ারই পরামর্শ দেন। এবং দেশে যাতে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া সম্ভব হয় সে ব্যাপারটা নিজে দেখবেন বলেও আশ্বাস দেন।

সেভাবেই চিকিৎসা চলছে। হাসপাতালে চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গেই তাদের দায়িত্ব পালন করছেন বলেই জানান ফ্লোরা নাসরিন।

উল্লেখ্য এর আগেই প্রধানমন্ত্রীর নির্দেশে গত সোমবার (৯ মে) প্রধানমন্ত্রী তার বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিলকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নুরজাহান বেগমকে দেখতে পাঠান।

তখনও তিনি পরিবারের সদস্যদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুরজাহান বেগমের অসুস্থতায় উদ্বিগ্ন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

(ওএস/অ/মে ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test