E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শুধু আসলাম চৌধুরী নয়, সবাইকে খুঁজে বের করা হবে’

২০১৬ মে ১৫ ১৭:২৩:২৪
‘শুধু আসলাম চৌধুরী নয়, সবাইকে খুঁজে বের করা হবে’

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠকে শুধু আসলাম চৌধুরীই নন, আরো কয়েকজন জড়িত। মোসাদের সঙ্গে বৈঠকে যারাই জড়িত থাকুক না কেন, তাদের সবাইকে খুঁজে বের করা হবে।’

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে আসলাম চৌধুরীসহ জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তাদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে তারা ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে। তারা এর আগেও দেশে ধ্বংসাত্মক কাজ করেছে। বিএনপি যে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মোসাদের সঙ্গে বিএনপি নেতার বৈঠকই তার বড় প্রমাণ।

তিনি আরো বলেন, মোসাদের সঙ্গে বৈঠকের খবর পত্র-পত্রিকায় এসেছে। দেশবাসীও জানে। এ নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মোসাদের সঙ্গে বৈঠকে তারা কি কি করেছে আশা করি, সব কর্মকাণ্ডের তথ্য বেরিয়ে আসবে।

জুলহাজ-তনয় হত্যায় বিদেশি জঙ্গি জড়িত কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশি জঙ্গিরাই আইএস নামে এসব পরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা ধরাও পড়ছে।’

দেশি জঙ্গিদের তৎতপরতা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করছে বলেও দাবি করেন তিনি।

দেশি জঙ্গিদের আইএস প্রচারের কৌশল বর্ণনা করে মন্ত্রী বলেন, দেশে যখনি পরিকল্পিত হতাকাণ্ড হয়, কিংবা টার্গেট কিলিং ঘটে। ঘটনার সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে আইএসের নামে দায় স্বীকার করে একটি সাইটে তা প্রচারিত হয়। অথচ আমরা সবসময় বলে আসছি বিদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে আমাদের জঙ্গিদের কোনো সমম্পর্ক নেই। এখানে আন্তর্জাতিক জঙ্গি নেই। আমাদের দেশে যেসব জঙ্গি রয়েছে তারাই বিভিন্ন নামে দেশকে অকার্যকর করার জন্য পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।

(ওএস/অ/মে ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test