E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যেভাবে আপনার সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নিশ্চিত হবেন

২০১৬ মে ১৫ ১৭:৩১:৩০
যেভাবে আপনার সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নিশ্চিত হবেন

নিউজ ডেস্ক : আগামী ৩১ মে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের শেষ সময়। এরপর আর সময় বাড়ানো হবে না। এ সময়ের মধ্যে সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন করা না হলে ওই সব সিম ১ জুন থেকে দু'মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে।

রবিবার সচিবালয়ে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তবে যারা ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন তারা কী নিশ্চিত যে, আপনার সিম পুনঃনিবন্ধন সফলভাবে হয়েছে? সিম পুনঃনিবন্ধন করার পর কোন কারণে তা সফল নাও হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট দোকান বা কাস্টমার কেয়ারের কথায় বসে না থেকে নিজেই জেনে নিতে পারেন।

বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার সিম পুনঃনিবন্ধন সফল হয়েছে কী না তা জানতে নিচের নিয়মগুলো অনুসরণ করে জেনে নিন।


বাংলালিংক : বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন।


গ্রামীণফোন : মেসেজ অপশনে গিয়ে reg লিখে 4949 এ send করুন।


টেলিটক : মোবাইলের মেসেজ অপশনে গিয়ে Q লিখে ১৬০০ নম্বরে পাঠান।


রবি : রবি গ্রাহকরা *643# লিখে কল বাটন চাপুন। এরপর একটি মেসেজ আসবে, তখন 1 লিখে send করুন।


এয়ারটেল : এয়ারটেল গ্রাহকরা *121*444# লিখে কল বাটন চাপুন। সংশ্লিষ্ট অপারেটর থেকে ফিরতি এসএমএসের জন্য অপেক্ষা করুন। ফিরতি এসএমএস থেকেই আপনার সিম নিবন্ধিত কি না তা জানতে পারবেন।



(ওএস/অ/মে ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test