E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩৪তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ১ জুন যোগদান

২০১৬ মে ১৬ ২০:০৩:১৮
৩৪তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ১ জুন যোগদান

স্টাফ রিপোর্টার : ৩৪ তম বিসিএসে দুই হাজার ২০ জন ক্যাডারকে নিয়োগের জন্য চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ জুন মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

৩৪ তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। ২০১৩ সালের ২৪ মে ৩৪ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করে। পরে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।

২০১৩ সালের ৮ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হয়। তবে ৩৪ তম বিসিএসের প্রিলিমিনারিতে প্রথমবারের মতো কোটা-পদ্ধতি চালু করায় অনেক মেধাবী বঞ্চিত হয়। এ নিয়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি। এরপর প্রিলিমিনারির সংশোধিত ফল ১৪ জুলাই প্রকাশ করা হয়। নতুন ফল অনুযায়ী ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হয়।

২০১৪ সালের ১৮ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৯ হাজার ৮২২ জন উত্তীর্ণ হয়।

এর আগে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। রংপুরসহ সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি কেন্দ্রে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৩৪তম বিসিএসের নিয়োগের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া এখান থেকেও সংগ্রহ করতে পারেন।

(ওএস/অ/মে ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test