E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অজয় রায়ের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

২০১৬ মে ১৬ ২০:০৬:৫৪
অজয় রায়ের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক, পদার্থ বিজ্ঞানী ও মানবাধিকারকর্মী অজয় রায়কে দেখতে সোমবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

অজয় রায়ের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এ সময় মন্ত্রী অজয় রায়ের চিকিৎসার খোঁজখবর নেন এবং অজয় রায়ের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন।

বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শহীদুল হক মল্লিক, গোলাম কিবরিয়া ভূইয়াসহ অজয় রায়ের স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন।

বার্ধক্যজনিত বিভিন্ন রোগ নিয়ে ছয় দিন আগে বারডেম হাসপাতালে ভর্তি করা হয় অজয় রায়কে। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

৮৮ বছর বয়সি অজয় রায় সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অসুস্থ অজয় রায়কে দেখতে গত শনিবার হাসপাতালে যান ওয়ার্কার্স পার্টির সভাপতি ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ।

(ওএস/অ/মে ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test