E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রোজার আগেই মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ’

২০১৬ মে ১৭ ১৩:৫১:৪২
‘রোজার আগেই মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ’

কুমিল্লা প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানবাহন চলাচল ও যাত্রীদের নিরচ্ছিন্ন চলাচলের স্বার্থে রমজানের আগেই মহাসড়কের দুই পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের উদ্বোধনকালে মন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেনে গড়ে ২০ শতাংশ কাজ বাকি আছে, বিভিন্ন স্থানে ফিনিশিংয়ের কাজ চলছে। বর্ষার কারণে ফোরলেনের কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। কাজ শেষ হলেই প্রধানমন্ত্রী এ সড়কের উদ্বোধন করবেন।

এসময় বিএনপি নেতা আসলামকে গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে রাজনৈতিক সঙ্কট থাকতেই পারে। এর মানে এই নয় যে ইসরাইলী গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হতে হবে। ভারতে বসে আসলাম দেশবিরোধী ষড়যন্ত্র বৈঠক করেছেন, তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে ফোরলেনের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, সওজ কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবিব, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন ও ফোরলেন প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ারসহ ফোরলেন ও সওজ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মে ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test