E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার নার্সদের প্রতি সহানুভূতিশীল’

২০১৬ মে ১৮ ০৯:৩১:০৬
‘সরকার নার্সদের প্রতি সহানুভূতিশীল’

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার নার্সদের প্রতি সহানুভূতিশীল। জ্যেষ্ঠতার ভিত্তিতে সরকারি চাকরিতে নার্সদের নিয়োগের দাবি সরকার সহানুভূতিশীলতার সঙ্গে বিবেচনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে নার্সদের দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেন তিনি

মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ গ্রাজুয়েট বেকার নার্স সোসাইটি (বিজিবিএনএস) এবং বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীতকরণে প্রধানমন্ত্রীর আন্তরিক আগ্রহের কথা স্মরণ করে বলেন, নার্সদের মর্যাদা বাড়ানোর পাশাপাশি দ্রুত ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে বেকার নার্সদের কর্মসংস্থানের উদ্যোগও নিয়েছে বর্তমান সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিন হাজার ৬০০ নার্স নিয়োগ ত্বরান্বিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে পাবলিক সার্ভিস কমিশন শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্ন ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সম্মতি প্রদান করেছে।

মতবিনিময়কালে নার্স নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রার্থনা করলে মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রীর কাছে তা তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করেন।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিজিবিএনএস এর সভাপতি রাজিব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার, বিডিবিএনএ-এর সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুক হোসেইন উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মে ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test