E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুই যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০১৬ মে ১৮ ১৪:১৮:৩০
দুই যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

হবিগঞ্জ প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের মামলায় দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

এরা হলেন- হবিগঞ্জের লাখাই উপজেলার মো. লিয়াকত আলী (৬১) ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আমিনুল ইসলাম ওরফে রজব আলী (৬২)।

বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ এ পরোয়ানা জারি করেন।

আদালতে প্রসিকিউটর শাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর মামলার তদন্ত শেষ করার পর তা চূড়ান্তভাবে প্রকাশ করে তদন্ত সংস্থা।

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার একই ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি মো. লিয়াকত আলী আমেরিকায় এবং রজব আলী দেশেই পলাতক রয়েছেন।

তারা দু’জনে মুক্তিযুদ্ধ চলাকালে পাশাপাশি তিন জেলায় (হবিগঞ্জ জেলার লাখাই, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলায়) বিভিন্ন অপরাধ করেছেন। তদন্তে দুজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও লুটপাটের সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

(ওএস/এএস/মে ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test