E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেলিম ওসমানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় জানতে চেয়ে রুল

২০১৬ মে ১৮ ১৬:০৫:১৮
সেলিম ওসমানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় জানতে চেয়ে রুল

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কান ধরে উঠ-বসে বাধ্য করার ঘটনায় স্থানীয় সাংসদ সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার স্বপ্রণোদিত হয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এই রুল জারি করেছেন।

একইসঙ্গে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে (এসপি) তিনদিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ও স্কুলের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ইতোমধ্যে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তার আগে শ্যামল কান্তি নামে ওই শিক্ষককে জনসম্মুখে কান ধরে উঠবস করান স্থানীয় সাংসদ সেলিম ওসমান।

সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তরুণ প্রজন্মের অনেকে নিজের কান ধরে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।

(ওএস/এএস/মে ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test