E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপ্রয়োজনে হর্ন না বাজানোর প্রতিশ্রুতি দিলেন সরকারি গাড়ির চালকরা

২০১৬ মে ১৮ ১৮:৫১:৩৩
অপ্রয়োজনে হর্ন না বাজানোর প্রতিশ্রুতি দিলেন সরকারি গাড়ির চালকরা

স্টাফ রিপোর্টার : রাজধানীতে অপ্রয়োজনে গাড়ির হর্ন না বাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন সরকারি যানবাহন অধিদফতরের চালকরা। এছাড়া যানবাহনের অনিয়ন্ত্রিত বৃদ্ধি, যত্রতত্র লেন পরিবর্তন, স্টপেজে গাড়ি থামানো, বাড়ির গেট খোলার সংকেত প্রদান, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং যত্রতত্র গাড়ি পার্কিং না করারও প্রতিশ্রুতি দেন তারা ।

পরিবেশ অধিদফতরের অধীনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচির আওতায় সরকারি যানবাহন অধিদফতরের প্রশিক্ষণ কক্ষে বুধবার বিকেলে এক প্রশিক্ষণ কর্মশালায় তারা এই প্রতিশ্রুতি দেন।

সরকারি যানবাহন অধিদফতরের পরিচালক (সড়ক) মো. শফিকুজ্জামানের সভাপতিত্বে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক রইছউল আলম মন্ডল।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচির পরিচালক ফরিদ আহমেদ, সরকারি যানবাহন অধিদফতরের উপ-পরিচালক আলমগীর হোসেন, সহকারী পরিচালক আবুল খায়ের মল্লিক এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন ও সিনিয়র প্রজেক্ট অফিসার জিয়াউর রহমান।

উল্লেখ্য বাংলাদেশ তথা ঢাকায় নানাবিধ পরিবেশ দূষণের মধ্যে শব্দদূষণ অন্যতম। উচ্চমাত্রার শব্দ শ্রবণশক্তি হ্রাস, রক্তচাপ বৃদ্ধি, হৃদযন্ত্রের কম্পন বৃদ্ধি, হজম প্রক্রিয়া ব্যাহত করা, মাংসপেশীর খিঁচুনি সৃষ্টি এবং সর্বোপরি শিশুদের বেড়ে ওঠা বাধাগ্রস্ত করে।

অপ্রয়োজনে হর্ন বাজিয়ে শব্দদূষণ সৃষ্টির মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করা হচ্ছে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে হর্ন বাজানো থেকে চালকদের বিরত রাখা গেলে এ অবস্থা থেকে উত্তরণ ঘটানো সম্ভব।

(ওএস/এএস/মে ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test