E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বৃটিশদের গোলামীর বিরুদ্ধে নজরুল বাঙ্গালিদের জাগ্রত করেছিলেন’

২০১৬ মে ২৫ ১৮:২০:২৪
‘বৃটিশদের গোলামীর বিরুদ্ধে নজরুল বাঙ্গালিদের জাগ্রত করেছিলেন’

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখনির মাধ্যমে বৃটিশদের শাষনের বিরুদ্ধে বাঙ্গালি জাতিকে জাগ্রত করেছিলেন। সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে তার লেখনি ছিল পথের দিশারী। তিনি শুধু আমাদের জাতীয় কবি নন তিনি একজন লেখক যোদ্ধা বটে।

তিনি বুধবার বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত ত্রিশালে দরিরামপুর নজরুল মঞ্চে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ফুলবাড়িয়া আসনের সাংসদ মোছলেম উদ্দিন, ময়মনসিংহ পুলিশ সুপার মঈনুল হক, সাবেক এমপি আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান।

অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ মোহীত উল আলম। স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন।

প্রধান অতিথির বক্তৃতায় মতিয়া চৌধুরী বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলকে কলকাতা থেকে এন জাতীয় কবি উপাধি দিয়ে সকল বিতর্কের উর্ধে স্থান দিয়েছিলেন। এবং তার পরিবারের বসবাসের জন্য ধানমন্ডিতে জমি বরাদ্ধ দিয়েছিলেন।

কৃষিমন্ত্রী আরো বলেন বাঙ্গালী জাতি আজো নজরুলের লেখনির মাধ্যমে আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা পায়। এবছরের প্রতিপাদ্য বিষয় সময় উপযোগী। ধর্মন্ধতা ও সাম্প্রদায়িকতা বিরুদ্ধে রোধে নজরল প্রাসঙ্গিকতা যথাযথ ভাবে বতর্দমান সময়ে প্রয়োজনীয় । ধর্মীয় বিভেদ জাতিকে অনেক পিছিয়ে রাখে যা থেকে বের হওয়ার জন্য নজরুলের লেখনি আমাদের অনুপ্রেরণা। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

(এমআরএন/এএস/মে ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test