E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নজরুল মনে প্রাণে ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন’

২০১৬ মে ২৬ ১৮:৫৮:৪১
‘নজরুল মনে প্রাণে ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন’

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন কবি নজরুল মনে প্রাণে ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি ছিলেন মুসলিম জাগরেণর কবি। তার ধর্মের প্রতি আকৃষ্টতার কারণেই  তিনি বলেছিলেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আর তার ইচ্ছা পূরণ করতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়েছে। তিনি আজীবন ঔপনৌবেশিক শাসন-শোষণ, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে লড়াই করে গেছেন। বিদ্রোহী কবি নজরুলের সাহিত্য কবিতা ও গান আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রেরণা যুগিয়েছে।

তিনি বৃহস্প্রতিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্ম জয়ন্তীর দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ ২ আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, ময়মনসিংহ জেলা প্রশাসনের প্রশাসন এড.জহিরুল হক খোকা ,ত্রিশালে সাবেক সংসদ সদস্য রেজা আলী, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ধর্মমন্ত্রী আরো বলেন, সাম্যের কবি মানবতার কবি নজরুল ছিলেন বাঙ্গালী জাতির অনুপ্রেরনা। তার কবিতা গান লেখনি দিয়ে এ জাতিকে পথ দেখিয়েছেন,শিখিয়েছেন আন্দোলন সংগ্রাম আর ধর্মীয় চেতনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বাংলাদেশে এনে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন।

অপর দিকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির ১১৭তম জন্ম বার্ষিকীর ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া। ভিসি প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-নজরুল ইনষ্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা,কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এএমএম শামসুর রহমান। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।

(এমআরএন/এএস/মে ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test