E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলা বন্দর ইপিজেডে শিল্প স্থাপনে আগ্রহী কোরিয়ান স্যামিং এক্সপ্রেস

২০১৬ জুন ২৮ ১৮:৫৩:৩৪
মংলা বন্দর ইপিজেডে শিল্প স্থাপনে আগ্রহী কোরিয়ান স্যামিং এক্সপ্রেস

বাগেরহাট প্রতিনিধি : দক্ষিণ কোরিয়ার বৃহত্তর বিনিয়োগকারী একটি প্রাইভেট কোম্পানির প্রতিনিধিদল মঙ্গলবার সকালে মংলা বন্দর ও মংলা ইপিজেড এলাকা পরিদর্শন করে বন্দর ব্যবহার ও ইপিজেডে শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। মংলা বন্দর ও মংলা ইপিজেড এ তথ্য নিশ্চিত করেছে।

মংলা বন্দর সূত্র জানায়, দক্ষিণ কোরিয়ার বৃহত্তর বিনিয়োগকারী প্রতিষ্ঠান স্যামিং এক্সপ্রেস কোম্পানির শীর্ষ কর্মকর্তা প্রিন্সিপাল আনকোজাং এর নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলটি সকাল থেকে দুপুর পর্যন্ত মংলা বন্দর জেটি, পশুর চ্যানেল, বন্দরের বিভিন্ন অবকাঠামো ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। বন্দরের বিদ্যমান সুযোগ-সুবিধা দেখে কোরিয়ান বিনিয়োগকারী কোম্পানিটির শীর্ষ কর্মকর্তা আনকোজাং মংলা বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া কোরিয়ান এই কোম্পানীটি বন্দর ব্যবহারের পাশাপাশি মংলা ইপিজেডে অন্যান্য ফ্যাক্টরির পাশাপাশি বিশেষ করে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করার কথাও জানান।

মংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, তারা বন্দর ব্যবহারের জন্য বিভিন্ন বিদেশি কোম্পানিকে মংলা বন্দর পরিদর্শনে ও ব্যবহারের জন্য আমন্ত্রণ জানিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়ার বৃহত্তর বিনিয়োগকারী প্রতিষ্ঠান স্যামিং এক্সপ্রেস কোম্পানির শীর্ষ কর্মকর্তা প্রিন্সিপাল আনকোজাং এর নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলটি মংলা বন্দর ও ইপিজেড পরিদর্শন করেন। মংলা বন্দর দিনকে দিন গতিশীল ও আধুনিক হয়ে উঠায় বিদেশীরা এ বন্দর ব্যবহারে এগিয়ে আসছেন। মংলা বন্দর ব্যবহারে উৎসাহিত হয়ে ইতিমধ্যেই চীনের কয়েকটি কোম্পানি ইপিজেডসহ বন্দরের শিল্প এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছেন।

(এসএকে/পি/জুন ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test