E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মানুষ হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না’

২০১৬ জুলাই ১৬ ১৫:৩৫:৫৭
‘মানুষ হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না’

গাজীপুর প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,  মানুষ হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। ইসলামকে ধ্বংস করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। বিপথগামী কিছু লোক ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

শনিবার দুপুরে গাজীপুরে "সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াতকে সঙ্গে নিয়ে কোনো প্রকার জাতীয় ঐক্য হবে না। যারা গুলশানের ঘটনাকে বিপ্লব বলে আখ্যায়িত করে তাদের সঙ্গে কোনো দিনও ঐক্য হতে পারে না।

জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান।

এসময় বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাওলানা মনিরুজ্জামান, গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, গাজীপুর জজ কোর্টের পিপি অ্যাড. হারিছ উদ্দিন আহমদ, অ্যাড. নূরুল আমিন, মাওলানা সামসুল হক ও মাওলানা মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

(ওএস/এএস/জুলাই ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test