E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বঙ্গবন্ধু সাধারণ মানুষের জন্য  স্বপ্ন দেখতেন’

২০১৬ আগস্ট ২৩ ১৫:৩৭:৫৫
‘বঙ্গবন্ধু সাধারণ মানুষের জন্য  স্বপ্ন দেখতেন’

বাকৃবি প্রতিনিধি : দেশের  সাধারণ  মানুষকে  নিয়ে স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদেশের  সংগ্রামী  সাধারণ  জনতার  ভালোবাসা ও কৃতজ্ঞতায় মাধ্যমেই তিনি বঙ্গবন্ধু হয়েছিলেন।

তিনি বাংলার সাধারণ মানুষের লালিত স্বপ্ন বুকে ধারন করতেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গণতান্ত্রিক শিক্ষক ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা অধ্যাপক যতীন সরকার এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বাকৃবির গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.মো. ছোলায়মান আলী ফকির। অনুষ্ঠানের পরিচালনা করেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

(এমএসএস/এএস/আগস্ট ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test