E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পোশাক শ্রমিকদের একসঙ্গে ছুটি না দেয়ার পরামর্শ সেতুমন্ত্রীর

২০১৬ আগস্ট ২৬ ১২:০৬:১৭
পোশাক শ্রমিকদের একসঙ্গে ছুটি না দেয়ার পরামর্শ সেতুমন্ত্রীর

গাজীপুর প্রতিনিধি : ঈদের আগে পোশাক শ্রমিকদের একসঙ্গে ছুটি না দিয়ে আলাদা তারিখে ছুটি দেয়ার জন্য বিজেএমইকে পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রতি ঈদের আগেই গার্মেন্টস কারখানাগুলো একসঙ্গে ছুটি দেয়ায় গাড়ির চাপ বেড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আমরা বারবার গার্মেন্টস মালিকদের আলাদা তারিখে ছুটি দেয়ার অনুরোধ করলেও তারা তা কার্যকর করেননি। তাই এবার মন্ত্রণালয় থেকে বিজেএমইকে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা আশা করি মালিকরা এ নির্দেশনা মেনে নেবেন।

এসময় সাভার ও আশুলিয়াকে একদিনে এবং গাজীপুরে একদিন পৃথকভাবে ছুটি দেয়ার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়ায় ঢাকা-বাইপাস সড়কে ‘গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা’ পর্যন্ত সড়কের ৪ লেন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কড্ডা ও বাইমাইল এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশন ময়লা ফেলে যানজটের সৃষ্টি করেছে। বার বার নিষেধ করা সত্ত্বেও তারা তা মানছেন না। আজকের পর থেকে যদি এ নির্দেশ না মানা হয় তাহলে ওই ময়লা সিটি কর্পোরেশন ও মেয়রের বাসার সামনে ফেলার জন্য হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নিদের্শ দেন তিনি।

এছাড়া মন্ত্রী আরো বলেন, এবার কোরবানির ঈদে হাইওয়ের পাশে কোনো পশুর হাট বসতে দেয়া হবে না এবং পশু পরিবহনে কোনো আনফিট গাড়ি মহাসড়কে উঠতে দেয়া হবে না। এ গুলোকে উৎসমুখেই আটকে দেয়া হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং হাইওয়ে পুলিশকে নিদের্শ দেয়া হয়েছে।

এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহীন রেজাসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/আগস্ট ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test